ভারতের অরুণাচলকে নিজেদের বলে দাবি করল চীন !!

‘চীন অরুণাচল প্রদেশকে কোনোদিনও ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। এটা চীনের দক্ষিণ তিব্বত। এখানে ভারতীয় নেতাদের সমস্ত কার্যকলাপের চূড়ান্ত বিরোধিতা করা হবে। তাই অঞ্চলটিতে শান্তি রক্ষার লক্ষ্যে ভারতের উচিত, কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেওয়া,’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের অরুণাচল প্রদেশ সফরের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয়।

শুক্রবার (১৫ নভেম্বর) এই বিবৃতি দেওয়া হয়। এর আগেও বেশ কয়েকবার ভারত কর্তৃপক্ষের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল প্রতিবেশী চীন। সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদেশটি সফর নিয়েও বেইজিংয়ের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। বিতর্কিত অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা নিরসনে চীন এবং ভারত এখন পর্যন্ত মোট ২১ দফা বৈঠক করেছে। কেননা দেশ দুটির মধ্যে প্রায় তিনি হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *