ভারতের গণবিক্ষো’ভে বিয়ের আসর থেকে যোগ দিলো বর-কনে !!

বিয়ের আসরেও বিক্ষো’ভ ও প্রতিবাদ জানানো হয়েছে ভারতে বিতর্কিত মুসলিমবি’দ্বে’ষী নাগরিকত্ব আইনের (সিএএ) বাতিলে বি’রুদ্ধে।দেশটিতে চলমান গণবিক্ষো’ভে যুক্ত হয়েছে এই অভিনব প্রতিবাদ।ভারতের সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে বিয়ের আসরে জানানো সেসব প্রতিবাদের ছবি।

যেখানে দেখা গেছে, একাধিক বিয়ের আসরের বর-কনেরা আইনটির বি’রুদ্ধে প্রতি’বাদ জানাচ্ছে। এছাড়াও বি’ক্ষোভ জানাতে বিয়ের সাজেই বর-কনেদের রাস্তায়ও নেমে আসতে দেখা গেছে। শুধু তাই নয় বিবাহপূর্ব ফটোগ্রাফিতেও দেখা গিয়েছে সিএএ ও এনআরসি নিয়ে প্র’তি’বাদ।

দুই নবদম্পতিকে দেখা গেছে, বিয়ের সাজে বি’ক্ষো’ভে অংশ নিয়ে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। এই আইনকে ধর্মীয় বৈষ’ম্যমূলক বলে অভিহিত করেছেন তারা।

বিত’র্কিত নাগরিকত্ব আইনের বাতিলে বর-কনে ও হবু দম্পতির এভাবে প্রতিবাদের বিষয়টি নেটিজেনরা প্রশংসা করছেন।শংকর দাস নামে এক ব্যক্তি টুইটার পোস্টে এ রকম পাঁচটি বিয়ের ছবি দেখা গিয়েছে। যেখানে বর-কনেরা সিএএ ও এনআরসির বি’রুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন করছে।ইন্ডিয়া টুডের খবর, দেশটির দক্ষিণের কেরালা রাজ্যে বিয়ের আসরে এমন প্রতিবাদের ঘটনা ঘটেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *