Internation News
ভারতের ভিতরেও রয়েছে এক টুকরো চীন !!

কলকাতার ভিতরেও রয়েছে এক টুকরো চীন। ওয়ারেন হেস্টিং এর আমলে টং আছু নামে এক চীনা ব্যবসায়ীকে বজবজের ৬ কিলোমিটার দক্ষিণে বার্ষিক ৪৫ টাকা চুক্তিতে প্রায় সাড়ে ৬শ’ বিঘা জমি ভাড়া দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টং আছু গঙ্গার ধারের ঊর্বর জমিতে আখ চাষ শুরু করেন।
গড়ে তোলেন চিনি কারখানা। এরপর ১১০জন চীনা শ্রমিকও আসেন। গড়ে ওঠে চীনা কলোনি। আছুর নামেই, বজবজের উপকণ্ঠে গড়ে ওঠে,আজকের অছিপুর। বলা হয় টং আছু প্রথম চীনা নাগরিক যিনি বাংলায় বসতি স্থাপন করেছেন। আজও অছিপুরে রয়েছে তার সমাধিস্থল। কলকাতার চীনাদের কাছে সেই স্থান তাদের তীর্থক্ষেত্রের সমান। তাঁরা সেখানে গিয়ে পুজো দেন আর আছুর প্রতি শ্রদ্ধা জানান।