ভারতে আনলকের পরের দিনই আ’ক্রান্ত-মৃ’ত্যুর পাহাড় !!

দুই মাস পুরো লকডাউনে থেকেও করোনাভা’ইরাস সংক্রমণের লাগাম টানতে পারেনি ভারত। তার ওপর সোমবার থেকে শুরু হয়েছে আনলক প্রথম পর্ব। এতে নিষেধাজ্ঞা শিথিলের পর একটু একটু করে গতি পেতে শুরু করেছে জীবনযাত্রা। কিন্তু এর মধ্যেই বাড়ছে সংক্রমণের হার। সপ্তাহখানেক ধরে প্রায় প্রতিদিনই চলছে সর্বোচ্চ আ’ক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন, যা এখন পর্যন্ত একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। বিশ্বে আ’ক্রান্তের হিসাবে কিছুদিন আগেই স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। আর এশিয়ার মধ্যে তারা রয়েছে সবার ওপরে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩১ জন। এটিও একদিনে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন। ভারতে এপর্যন্ত করোনায় আ’ক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *