ভারতে থাকা সাড়ে তিন হাজার হিন্দু-শিখকে নাগরিকত্ব দিল আফগানিস্তান !!

আফগানিস্তানের যে নাগরিকরা ভারতে কোনো কাগজপত্র ছাড়াই বসবাস করছেন তাদেরই নাগরিকত্ব দেয়া হয়েছে। আফগান দূতাবাসের মাধ্যমে এরইমধ্যে ওই শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘তাজকেরা’ বা আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র।

এক আফগান কর্মকর্তা বলেন, ‘আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিশেষ ঘোষণাপত্র অনুযায়ী এটা করা হয়েছে। তারা তো আফগানিস্তানেরই নাগরিক। বহুদিন ধরেই তারা ভারতে বাস করে আসছেন। তাদের এই নাগরিকত্বের পরিচয়পত্রের প্রয়োজন ছিল, এতে তারা পাসপোর্ট তৈরির মতো বিভিন্ন কাজ সহজেই করতে পারবেন।‌’তিনি আরও জানান, যতদিন পাসপোর্টের মেয়াদ থাকবে, ততদিন এই কার্ড ব্যবহার করে আফগানিস্তান যাতায়াত করতে পারবেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ভারতে নাগরিক বিল নিয়ে কী হচ্ছে সেটা ভারতের নিজস্ব বিষয়। আফগান সরকার ভারতে বাস করা নিজেদের দেশের পুরনো বাসিন্দাদের নাগরিকত্বের পরিচয়পত্র বা তাজকেরা দিয়ে সম্মান ও স্বীকৃতি দিতে চায়। আমরা সেই কাজটাই করেছি। নাগরিকত্ব পাওয়ার পর ওই ব‌্যক্তিরা আফগানিস্তানে বাস করবেন কি না সেটা তাদের ব‌্যাপার। তবে তাদের ফিরিয়ে নিতে আমাদের আপত্তি নেই।’এদিকে, আফগান সরকারের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *