ভারতে সি.এ.এ বিরোধী আন্দোলনে এলোপাথাড়ি গু’লি – মুসলিম নি’হত !!
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র প্র’তিবাদে হরতালের ডাক দিয়েছিল ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন । এই হরতালকে কেন্দ্র করে রণ’ক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জলঙ্গি।
ভারতীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রত্যক্ষদর্শীর জানায় , ওই তৃণমূল কর্মী-সমর্থকরা লাঠিসোটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে হরতাল সমর্থনকারীদের সরে যেতে বলেন। এর পরেই তৃণমূল কর্মী-সমর্থক এবং হরতাল সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় বচসা এবং তা গড়ায় হাতাহাতিতে।
ইমদাদুল হক নামে অন্য এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল নিজে ঘটনাস্থলে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ওঁদের নির্দেশেই সঙ্গে থাকা তৃণমূলের লোকজন বাজারে থাকা জমায়েত লক্ষ্য করে বো’মা মারতে থাকে। এলাকার মানুষ প্রতিরোধ করতেই তাঁরা ফিরে যাওয়ার পথে এলোপাথাড়ি গু’লি চালায়। সেই গু’লিতে মা’রা গিয়েছেন সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দিন শেখ (১৭)।”