ভারতে হাসপাতালগুলোতে কান্নার রোল – সন্তানের লা’শের অপেক্ষা !!
দিল্লী অ’গ্নিগর্ভ স’হিংসতা ও সংঘ’র্ষে। চারদিকে শুধু আ’র্তনাদ আর র’ক্ত। আ’র্তনাদের কোনো ধর্ম নেই। র’ক্তের রঙে ভেদাভেদ নেই।
কলকাতার একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এলো নি’র্মমতার এমনই এক চিত্র। সেখানে বলা হচ্ছে- জিটিবি হাসপাতালে ম’র্গের সামনে দীর্ঘ লাইন। কম করে ৫ থেকে ৬টি পরিবার দাঁড়িয়ে লাইনে। লা’শ চি’হ্নিত করবেন তারা। পরিবারগুলোর কান্নায় ধ’র্ম নেই। হিন্দু-মুসলমান মিলে মিশে দাঁড়িয়ে। নিজেরা নিজেদের স্বান্তনা দিচ্ছেন।
২৬ বছরের রাহুল সোলাঙ্কি গু’লিবিদ্ধ হয়ে নি’থর দে’হে পড়ে আছেন। পাশেই আরেকটি ম’রদেহ। পাশেই বসে রয়েছেন ৬৪ বছরের সদরুদ্দিন। ৩২ বছরের ছেলে মোহাম্মদ ফুরকানকে হারিয়েছেন তিনি। বুলেট তার শরীরের এক পাশ দিয়ে ঢুকে বেরিয়েছে আরকে পাশ দিয়ে। তিনিও ছেলের দে’হ সনা’ক্ত করবেন।
সোমবার থেকে ওই পরিবারগুলো হাসপাতাল ছাড়েননি। লা’শ নেয়ার অপেক্ষায় সময় যাচ্ছে তাদের। ২৬ বছরের শাহবাজ আলম চিৎ’কার করে কাঁ’দছেন। ওর প্রিয় বন্ধু আর নেই। তিনি বললেন, ‘ওকে যখন হাসপাতালে আনা হয়, তখন মৃ’ত। মরদে’হগুলো কখন পরিবারের হাতে তুলে দেয়া হবে, দুদিন ধরে হাসপাতাল কিছু জানাচ্ছে না।’