‘ভারত বাঁচাও’ মহাসমাবেশের ঘোষণা কংগ্রেসের !!
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনসহ চলমান বেশ কিছু ইস্যুতে ‘ভারত বাঁচাও’ নামে এক মেগা র্যালির ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ আসাম, মেঘালয়সহ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।
নাগরিকত্ব সংশোধনী আইনকে মূল বিষয় হিসেবে রেখে, অর্থনীতির দুরবস্থা, বেকারত্ব, নারীদের ওপর বাড়তে থাকা আগ্রাসনের প্রতিবাদে ‘ভারত বাঁচাও’ নামে মেগা র্যালির ডাক দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধীসহ দলের সব শীর্ষ নেতা যোগ দেবেন এতে। দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হলেও, হরিয়ানা, উত্তর প্রদেশ ও পাঞ্জাব থেকে সমর্থকরা আসবে। কংগ্রেসের শাখাসমূহ বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ‘ভারত বাঁচাও’ সমাবেশে যোগ দেবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এদিকে, আসামের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে, সব দিকে পুলিশের কড়া নজর রয়েছে। যদিও এখনো ইন্টারনেট সংযোগবিচ্ছিন্ন রয়েছে আসামজুড়ে। দিনভর উত্তাল বিক্ষোভের পর, কমপক্ষে এক হাজার মানুষকে আটক করা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও গতকাল শুক্রবার আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথ উত্তপ্ত করে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করে। ভাঙচুর চালায় কয়েকটি স্টেশন ও ট্রেনে।
পশ্চিমবঙ্গের পর, একে একে পাঞ্জাব, ছত্তিশগড়, কেরালা আর মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বলেছেন, নরেন্দ্র মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন কোনোভাবেই তাঁদের রাজ্যে প্রয়োগ হতে দেবেন না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে কেন্দ্রীয় আইন উল্লেখ করে, এটি সব রাজ্যে প্রয়োগ হবে বলে জানিয়েছে। বিক্ষোভ বাড়তে থাকায় নাগরিকদের ওপর গত বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয়। এরপর থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিক্ষোভ বেড়েই চলছে। এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লিসহ আরো বেশ কয়েকটি রাজ্যে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও।
এ সংক্রান্ত সবশেষ খবর হলো, ভারতের আসাম ও মেঘালয়সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। বিশেষ প্রয়োজন ছাড়া ভারতের এ সব অঞ্চলে দেশ দুটির নাগরিকদের পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।