ভূমিক’ম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম !!

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে ভূমিক’ম্প অনুভূত হয়েছে। ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে এই ভূমিক’ম্পের মাত্রা ছিল ৫.৯। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই ভূমিক’ম্পের উৎপত্তি স্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে। চট্টগ্রামের আবহাওয়া বিভাগ ভূমিক’ম্প অনুভুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ পূর্ব নেপালে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়।

নেপালে ভূমিক’ম্পের মাত্রা ছিল ৪.৭। ভূমিক’ম্পের উত্‍পত্তিস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কি.মি. পূর্বে সিন্ধুপালচক জেলায় ছিল বলে জানা গেছে।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *