ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ!
রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্পটি ভূ -পৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পের সময়কাল ছিল প্রায় ৩০ সেকেন্ড।
চট্টগ্রাম কার্যালয় জানায়, রাত সাড়ে বারোটার দিকে বন্দরনগরী কেঁপে ওঠে।
ভূমিকম্পের সময় বাড়ির বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। বাড়িতে ঘুমন্ত অনেক শিশু কাঁদতে শুরু করে। তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি।