ভয়াবহ দাবানলে পোড়া শরীর নিয়ে তরুণের কাছে ছুটে এলো ক্যাঙ্গারু !!

গত বছরের সেপ্টেম্বর থেকে জ্বলছে অস্ট্রেলিয়ার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছাড়তে হচ্ছে লাখ লাখ মানুষকে। অস্ট্রেলিয়ায় জাতীয় সংকটে রূপ নিয়েছে এ দাবালন। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ধ্বংস হয়ে গেছে প্রায় ১৫০০ ঘরবাড়ি।

অস্ট্রেলিয়ার দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি এরইমধ্যে ৩০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই প্রাকৃতিক এ দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে ৫০ কোটি প্রাণীর।

আর সেই ভয়াবহ আগুন থেকে জীবন বাঁচতে লোকালয়ে চলে আসছে বনের আগুনে পোড়া প্রাণীরা। দেশটির গণমাধ্যমে কয়েক দিন ধরে এমন হৃদয় বিদারক খবর আসছে। সম্প্রতি একটি ক্যাঙ্গারু তার পোড়া শরীর নিয়ে এক তরুণের কাছে সাহায্য চায়!

জানা যায়, এই ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে। সেখানে এখন জরুরি অবস্থা চলছে।এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস জানিয়েছেন, কোনো দুর্যোগ মোকাবিলার জন্য অস্ট্রেলিয়ার ইতিহাসে আগে কখনো এমন কাজ করতে হয়নি।

এদিকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক ডজনেরও বেশি দাবানল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *