ভয়াবহ হতে পারে পৃথিবীর অবস্থা – করোনার টিকা আবিষ্কার করতে লাগবে ১৮ মাস !!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু ) জানিয়ে দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ। মাত্র ১৮ মাস লাগবে ভয়ঙ্কর করোনা ভাইরাসের প্রতিরোধকারী টিকা বের করতে। সুইজারল্যান্ডের জেনেভায় হু সদর দফতর থেকেই জানানো হয়েছে। আগামী ১৮ মাস ভয়ঙ্কর সময়। কারণ, এই অদৃশ্য কভিড-১৯ বা করোনা ভাইরাস ততদিনে আরও ভয়াল আকার নিতে চলেছে বলেই বিশেষজ্ঞদের আশঙ্কা।

চিনে এই ভাইরাসের হামলায় বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৩৫০ জন। সংক্রামিত রোগীর সংখ্যা ৬০ হাজার। বিবিসি জানাচ্ছে, করোনা ভাইরাসে চিনের হুবেই প্রদেশে বুধবার একদিনেঅ রেকর্ড সংখ্যক ২৪২ জনের মৃত্যু হয়েছে। হু আগেই বিশ্ব জুড়ে সতর্কতা ও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এ খবর দিয়েছে কলকাতা২৪।

বলা রয়েছে, করোনা ভাইরাসের এই হামলায় মৃত্যুপুরী চিনের যে ছবি উঠে আসছে তা হিমশৈলের চূড়া মাত্র। এর পরের অবস্থা আরও মারাত্মক হতেই পারে। হু মহাপরিচালক টেডরস আদানম গ্যাব্রিয়েনাস জানিয়েছেন, ভাইরাসটি প্রতিরোধ করে এমন টিকার জন্য গবেষণা চলছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও ফক্স নিউজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *