মসজিদে তারাবির নামাজের সময় গু’লি চালিয়ে একই পরিবারের ৮ জনকে হ’ত্যা !!
আফগানিস্তানে মসজিদে তারাবির নামাজের সময় অজ্ঞাত ব’ন্দুকধারীর গু’লিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন।গতকাল শনিবার (১৭ এপ্রিল) রাতে দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটেছে।প্রদেশটির গভর্ণর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন, শহরের জালালাবাদে ব’ন্দুক হা’মলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হ’ত্যার ঘটনা ঘটেছে।আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আমারখিল বলেন, তারাবির নামাজের সময় গু’লি চালানো হয়। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে।
আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায়ই বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হ’ত্যা সাধারণ ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে।