মসজিদে নববির বয়স্ক খাদেমের প্রতি সৌদি নাগরিকদের শ্রদ্ধা ও ভালোবাসা !!
প্রতিটি মুসলমান ভাই বোনেরা মসজিদে নববিকে ভালবাসেন।যারা মদিনার প্রেমে আত্মহারা, তাঁদের জন্য মদিনার প্রতিটি স্থানের জন্যই রয়েছে হৃদয়ের সীমাহীন ভালোবাসা। আর যদি সে স্থানটি যদি হয় মসজিদে নববির ভেতরের দৃশ্য। তাহলে তো কথাই নেই।
নতুন খবর হচ্ছে, সৌদি আরবের মসজিদে নববিতে ৪০ বছর চাকরি করা ৮০ বছর বয়স্ক এক ব্যক্তির প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।সৌদি আরবের নাগরিকরা এ মসজিদের খাদেমের জন্য একটি ফান্ড গঠনের জন্য প্রচারণাও চালাচ্ছেন।
মসজিদে নববির এ বয়স্ক খাদেমের নাম মোকতাদা। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সৌদি নাগরিকরা তার নিয়োগকর্তাকে অনুরোধ করেছে তাকে বরখাস্ত না করতে। তাকে সম্মান জানানোরও আহ্বান করা হয়।