Islamic
মহাকাশ থেকে তোলা কাবা শরীফের ছবি ভাইরাল !

মহাকাশের স্পেস স্টেশনস থেকে তোলা পবিত্র কাবা শরীফের একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। ছবিটি তুলেছেন এক আরব মহাকাশচারী হাজ্জা আল-মানসুরি। তিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে মহাকাশে গেছেন। ছবি তিনি তাঁর ইন্সটাগ্রামে প্রকাশ করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, পৃথিবী থেকে সাড়ে তিনশ কিলোমিটার উপর থেকে ছবিটি তুলেছেন হাজ্জা আল-মানসুরি। মহাকাশ থেকে পবিত্র কাবার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি হাজ্জা ছবির ক্যাপশনে লিখেছেন, মুসলমানদের হৃদয়ে বসবাসকারী স্থান। মহাকাশে নভোচারী হাজ্জা আল-মানসুরিকে তার সহকর্মীদের সঙ্গে আরবি পোশাকেও দেখা গেছে। এখন পর্যন্ত যে কয়জন মুসলিম মহাকাশে গেছেন, তাদের একজন গর্বিত সদস্য হলেন হাজ্জা আল-মানসুরি।