মাজেদের লা’শ প্রবেশ ঠেকাতে ভোলায় রাস্তায় যুবলীগ-ছাত্রলী‌গের অবস্থান !!

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে ফাঁ’সি কার্যকর করা হয় বঙ্গবন্ধুর খু’নি মাজেদের। এরপর অ্যাম্বুলেন্সে করে তার ম’রদেহ ভোলার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। এরপরই সেখানে অবস্থান নেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

‌বোরহানউদ্দিন ছাত্রলী‌গের সভাপতি নজরুল ইসলাম তথ্য নি‌শ্চিত ক‌রে বলেন, ‘খু’নি মা‌জে‌দের ফাঁ’সি কার্যকর হওয়ার পর ভোলার বোরহানউদ্দিন কলঙ্কমুক্ত হ‌য়ে‌ছে। কিন্তু তার ম’রদেহ আমরা বোরহানউদ্দি‌নের মা‌টি‌তে দাফন কর‌তে দেবে না। তার ম’রদেহ দাফ’ন হ‌লে বোরহানউদ্দিনের মা‌টি কল‌ঙ্কিত হ‌বে। আর আমরা এটা কোনো ম‌তেই দেব না।’

‌তি‌নি আরও বলেন, ‘ভোলা-২ আস‌নের সংসদ সদস্য আলী আজম মুকু‌লের নি‌র্দে‌শে আমরা শ‌নিবার রাত সা‌ড়ে ৮টা থে‌কে খু‌’নি মা‌জে‌দের বা‌ড়ির সাম‌নে অবস্থান কর‌ছি। তার ম’রদেহ এখানে দাফন তো দূ‌রের কথা প্র‌বেশ কর‌তে দেব না। আমরা শক্তভাবে প্র‌তিহত কর‌ব।’

এদি‌কে যুবলীগ-ছাত্রলী‌গের নেতাকর্মীরা অবস্থা‌নের আগে মা‌জে‌দের বাবা-মার কব‌রের পা‌শের এক‌টি স্থান পরিষ্কার করে রাখা হয়েছে। কিন্তু মা‌টি খুঁ‌ড়েনি ব‌লে বোরহানউদ্দিন ছাত্রলীগ সভাপ‌তি নজরুল ইসলাম জানান।অপর‌দি‌কে, সপ‌রিবা‌রে বঙ্গবন্ধুর খু‌’নি মা‌জে‌দের ম’র‌দেহ ভোলায় প্র‌বেশ কর‌তে দে‌বে না বলে ঘোষণা দি‌য়েছেন জেলা যুবলী‌গের সভাপ‌তি ও ভোলা পৌর মেয়র মো. ম‌নিরুজ্জান।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *