Crime News
মাটির নিচে পুঁতে রাখা ২০০ লিটার মদ উদ্ধার !!

নরসিংদীর শিবপুর উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা ৯ ড্রামে রাখা ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘাব ইউপির গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশে মাটি খুঁড়ে মদগুলো উদ্ধার করে পুলিশ।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়ির পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৯টি ড্রামে প্রায় ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।