মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়: ডিএমপি কমিশনার !!

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সময় সেখানে অনেককেই মারমুখী অবস্থায় দেখা যায়। তাদের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জানতে ঢাকা মহানরগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘মারমুখী অবস্থায় থাকা আর মারামারিতে অংশ নেওয়া এক কথা নয়। মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে গ্রেফতার করা হবে।’

আজ ২৫ ডিসেম্বর বুধবার রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি।এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া মারমুখী অবস্থায় দেখা যাওয়া, আর মারামারিতে অংশ নেওয়া দুটো এক বিষয় নয়।’

এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও ধরনের নাশকতার সম্ভাবনা নেই বলেও জানান এই ডিএমপি কমিশনার।

এ সময় ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *