Sports News
মারা গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা !!

প্রায় এক মাস মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৫৮) হেরে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসের মামাতো ভাই নাহিদ আজিম রাব্বি।গেল ২৩ মার্চ দুপুরে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস।
পরে তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং ওইদিনই হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যান ইমরুল কায়েস। দুর্ঘটনায় তার পা, হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। তার উন্নত চিকিৎসা চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবরে মেহেরপুরে নেমে এসেছে শোকের ছায়া।