মারা যাওয়া এই চিকিৎসকের পরিবারের দায়িত্ব নিল সরকার !!

প্রা’ণঘাতী করোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিনের পরিবারের দায়িত্ব নিল সরকার। নিয়মিত হেলথ বুলেটিনে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে এই বেদনার বিষয়টি অবহিত করি। তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন মরহুমের পরিবারের সব দায়-দায়িত্ব সরকার নেবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার তাড়াতাড়ি সেটি যেন পান প্রধানমন্ত্রী সে বিষয়েও আশ্বাস দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সব চিকিৎসক-নার্স এবং অন্যান্য যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেছেন এবং সরকার সব সময়ে তাদের পাশে আছে। তাদের নিরাপত্তার বিষয়টি সরকার অন্যতম সর্বাগ্র বিবেচনা হিসেবে সব সময় মনে রাখে। এ বিষয়ে আরো তড়িৎগতিতে যা কিছু সুরক্ষা ব্যবস্থা করা দরকার সরকার তা করবে।’নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যাওয়ায় মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।’

সূত্রঃবিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *