মার্কিন ঘাঁ’টিতে একের পর এক হা’মলা, হোয়াইট হাউজ চি’ন্তিত !!

একের পর এক মার্কিন ঘাঁ’টিতে হা’মলা, চি’ন্তিত হোয়াইট হাউজ! ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁ’টিতে র’কেট হা’মলা চা’লিয়েছে ইরান।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। মঙ্গলবার রাতে ইরাকের আইন-আল আসাদ সামরিক ঘাঁ’টিতে ১২টির বেশি রকেট হা’মলা চা’লিয়েছে ইরান।

এই রকেট হা’মলায় কেউ হ’তাহ’ত হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হা’মলা করার কথা স্বী’কার করেছে তেহরান।

মার্কিন ড্রোন হা’মলায় কুদসপ্রধান ও দেশটির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব জেনারেল কাসেম সোলেইমানিকে হ’ত্যার জবাবে এই হা’মলা চা’লানো হয়েছে।ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাঁ’টিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্ত একটি ঘাঁ’টি হিসেবে পরিচিত।

ওয়াশিংটন এ ঘটনার ওপর ন’জর রাখছে জানিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ‌ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘা’টিতে রকেট হা’মলা চা’লানো হয়েছে।

এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি এবং গভীর পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ঘটনা অবহি’ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল ও প্রতিরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

এদিকে হা’মলার পর পর ইরনা নিউজ এজেন্সিতে ইরানের রেভ্যুলশনারি গার্ড এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ হা’মলা কুদসপ্রধান সোলেইমানির হ’ত্যাকা’ণ্ডের বদলা।

আমরা সতর্ক করে দিতে চাই যে, স’ন্ত্রা’সী যুক্তরাষ্ট্রকে যারা তাদের ঘাঁ’টিগুলোকে ব্যবহার করতে দিয়েছে তাদেরকেই লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আ’গ্রাসী কর্মকাণ্ড চা’লানো হবে সেখানেই হা’মলা করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *