মা’র্কিন ঘাঁটিতে তা’লেবানের ভ’য়াবহ হা’মলা, নিহত ২ !!
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে মা’র্কিন সামরিক বহরে বি’স্ফো’রণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ মা’র্কিন সে’না নি’হত হয়েছে। আ’হত আরও ২ জন। শনিবার মা’র্কিন সেনারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তবে মা’র্কিন সে’নাদের পক্ষ থেকে নি’হত ২ সে’নার পরিচয় প্রকাশ করা হয়নি। খবরে বলা হয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বো’মা দিয়ে মা’র্কিন সা’মরিক বা’হিনীর ওপর হা’ম’লা করা হয়। ইতিমধ্যে এ হা’ম’লার দায় স্বীকার করেছে তালেবান।
তালেবানের এক মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এই হা’ম’লা কান্দাহারপ্রদেশের দান্দ এলাকায় তালেবানরা চালিয়েছে বলে জানায়।
সম্প্রতি হেরাতপ্রদেশে মা’র্কিন বি’মান হা’ম’লায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নি’হত হন। ওই হা’ম’লায় ৬০ জনেরও বেশি বে’সামরিক নাগরিকও মা’রা যায়।ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই কান্দাহারপ্রদেশে এ হা’ম’লা চালিয়েছে তালেবান। আল জাজিরা।