মার্কিন ডলার ডাস্টবিনে ফেলার আহ্বান এরদোগানের !!

তুরষ্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান, মার্কিন ডলার ডাস্টবিনে ফেলে দেয়ার জন্য নিজের দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বৈদেশিক সকল মুদ্রাকে ‘তুর্কি লিরা’তে রূপান্তর করে দেশের বাজারে চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সংসদে নিজের বক্তব্যে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবরঃ রয়টার্সের।

এ সময় জনগণের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘তারা যেন বৈদেশিক মুদ্রাকে লিরাতে রূপান্তর করে ব্যবহার শুরু করেন।’ সেইসঙ্গে মার্কিন ডলার ফেলে দিয়ে নিজের দেশের মুদ্রাকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট। এসময় সকল জনগণকে দেশপ্রেমিক হতে উদ্বুদ্ধ করেন তিনি।

এ সময় অ্যাসেম্বলিতে নিজের দলের সদস্যদের উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘মার্কিন ডলার ও অন্য সব মুদ্রাকে ত্যাগ করুন। চলুন, সবাই মিলে আমাদের মুদ্রাকে (লিরা) সচল করি। তুর্কি লিরা যেন আর নিজের মান না হারায়। চলুন, আমরা নিজেদের দেশপ্রেম প্রমাণ করি।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *