মালয়েশিয়ায় ফাঁ’সি থেকে রক্ষা পেল দুই বাংলাদেশি !!

মালয়েশিয়ার পেনাং শহরে একজন রোহিঙ্গা হত্যার অভিযোগে গ্রেফতার দুই বাংলাদেশি ফাঁ’সি থেকে রক্ষা পেয়েছে। তিন বছর আগে সংগঠিত রোহিঙ্গা নাগরিক হত্যার অভিযোগে আটক হয় দুই জন বাংলাদেশি।

বুধবার ৪ ডিসেম্বর পেনাং হাইকোর্টের বিচারপতি দাতুক আক্তার তাহিররের আদালতে মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ দেলোয়ার হোসেন ও বরুন ধরকে বেকুশুর খালাশ প্রধান করেন।

আদালত সূত্রে প্রকাশ , ১৩ জনু ২০১৬ সালে রোহিঙ্গা নাগরিক মোঃ ইসহাক কবিরকে হত্যার অভিযোগে দুই জন বাংলাদেশিকে আটক করা হয়। হত্যাকাণ্ডের শিকার ইশরাক কবিরের ভাই দুই বাংলাদেশির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন।

দীর্ঘ তিন বছর হত্যাকাণ্ডের পর্যালোচনা শেষে আদালতে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা প্রমাণ না পাওয়ায় ২ বাংলাদেশিকে খালাস প্রদান করেন। খালাশ প্রাপ্ত দুই জন বাংলাদেশির দেশের ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *