মালয়েশিয়ায় চার দিনে গ্রেফতার ৩১৫ জন বাংলাদেশী (ভিডিও নিউজ)
সাধারণ ক্ষমা শেষ হতে না হতেই চারদিনে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩১৫ জন বাংলাদেশী। আগামীকাল সোমবার (০৬ জানুয়ারি) দুটি বিশেষ আদালত বসছে আটকদের বিচার করতে। একটি বসবে দেশটির সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায় অন্যটি কেডা লঙ্কাতে। খুব দ্রুতই আটককৃতদের বিচার করা হবে বলে জানা গেছে।
তবে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশন আলাপ করার চেষ্টা করছে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে। আটককৃত বাংলাদেশীদের সাধারন ক্ষমা পাইয়ে দেয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও হাই কমিশন থেকে জানানো হয়েছে।