মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী পদে শক্তিশালী প্রার্থী হলেন মহিউদ্দিন ইয়াসিন !!

মাহাথিরের দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রি দাতো সেরি উতামা মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের ১১ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মাহাথিরকে বাদ দিয়ে তার উত্তরসূরী এই মহিউদ্দিনের নাম ইতোমধ্যে ঘোষণা করেছে খোদ মাহাথিরের দল, মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বেরাসাতু)। বেরাসাতুর ২৬ জন সংসদ সদস্যও তাকে সমর্থন দেবেন বলে শোনা যাচ্ছে। অপরদিকে গাবুনগান পার্টি সারাওয়াক (জিপিএস) এবং পার্টি ওয়ারিসান সাবাহও তাকে সমর্থন দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী পদের একজন শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন মহিউদ্দিন ইয়াসিন।

এদিকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে কয়েক দশক ধরে দেশটিতে প্রভাব বিস্তার করে যাওয়া ৯৪ বছর বয়সী মাহাথিরের একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন মালয়েশিয়ার রাজা। অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার চারদিন পর এমন ঘটনা ঘটল।

ক্ষমতা পাকাপোক্ত করতেই মাহাথির সোমবার পদত্যাগের রাজনৈতিক নাটক করেন বলে জল্পনা-কল্পনা চলছিল। তার পদত্যাগের পর ৭৩ বছর বয়সী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তার জোটটিও ভেঙে যায়। ২০১৮ সালে নির্বাচনে এই জোট ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে।

এ দিকে বৃহস্পতিবার মাহাথির বলেন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী ২ মার্চ পার্লামেন্টে ভোট হওয়া উচিত। কিন্তু দেশটির নবম সুলতানের সঙ্গে একটি বৈঠকের পর সেই সম্ভাবনা নাকচ করে দেয়া হয়।এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, প্রধানমন্ত্রী নির্বাচনে এমপিদের সম্মতি আদায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে অব্যাহত কাজ করে যাওয়া হবে।

পদত্যাগের পর মাহাথিরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সভায় ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আর কোনো কথা বলেননি মাহাথির।বৃহস্পতিবার মাহাথির বলেছিলেন, কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন না পাওয়ায় পার্লামেন্টের ভোট দরকার। তার এই বক্তব্যে আনোয়ার ইব্রাহীম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার গঠনে সক্ষম সবচেয়ে সম্ভাব্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী ঘোষণা করার ক্ষমতা রাজার হাতে রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন মালয়েশিয়ার রাজা। গত দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। নতুন করে সেই লড়াই সামনে চলে এসেছে।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সরকার চালিয়ে অবসর নিয়েছিলেন মাহাথির। কিন্তু সেই অবসর ভেঙে ২০১৮ সালে নতুন জোট গঠন করে ক্ষমতায় আসেন তিনি। কিন্তু আনোয়ার ইব্রাহীমের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি পালনে মাহাথিরের অনাগ্রহের কারণে উত্তেজনা বাড়ছিল। ২০১৮ সালে তাদের বিজয়ে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (উমনো) ছয় দশকের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী হারানোর পর নাজিব রাজাক বর্তমানে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি।

আনোয়ারের জোট শুক্রবার বলছিল, তাকে রাজার সঙ্গে কথা বলার সুযোগ দেয়া উচিত। যাতে তিনি রাজাকে বোঝাতে সক্ষম হন যে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা তার রয়েছে। কিন্তু উমনো ও ইসলামপন্থী দল পাস মাহাথিরের দলের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনকে সমর্থন জানিয়েছে। মাহাথির তাকেই সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করেছিলেন।এ দিকে আনোয়ারের জোটের সদস্য লিউ চিন টঙ বলেন, দেশের ভাগ্য আজ ঝুলে আছে। সব এমপি ও দলকে জিজ্ঞাসা করা উচিত, তারা কার সঙ্গে কাজ করতে চাচ্ছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *