মালয়েশিয়ায় প্রবাসীরা অবৈধভাবে ব্যবসা করলেই ব্যবস্থা !!

মালয়েশিয়ায় বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। আর এ অভিযানে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল।

শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ স্থানীয় দৈনিক সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায় বিদেশি অভিবাসীরা ব্যবসা-বাণিজ্য খুলে বসে পরিচালনা করছে, যা অভিবাসন আইনে অবৈধ। আমরা তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করব’।

তিনি বলেন, ‘ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) অনুচ্ছেদ অনুসারে বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে কয়কটি স্থানে অভিযান চালিয়ে কয়েকজন বিদেশি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কতজনকে আটক করা হয়েছে তা উল্লেখ করা হয়নি’।

তবে গ্রেপ্তারদের কালো তালিকাভুক্ত করা হবে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিষয়টি বাস্তবায়নে কুয়ালালামপুর সিটি হলকে (ডিবিকেএল) পুরোপুরি সহযোগিতা করবে। এছাড়া যারা ভিসার অবৈধ ব্যাবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইমিগ্ৰেশন প্রধান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *