মাশরাফী বিপিএলে ব্যস্ত, তাই এলাকায় শীতবস্ত্র নিয়ে গেলেন তার স্ত্রী !!
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে নির্বাচনী এলাকার মানুষের খোঁজখবর নিলেন তার স্ত্রী সুমনা হক সুমি। এ সময় তিনি হাসপাতাল ও নারীদের স্বাবলম্বী করতে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি হতদরিদ্র ও এতিমদের মাঝে কম্বল বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মাশরাফী বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় নির্বাচনী এলাকায় আসতে পারেননি। তাই শৈত্য প্রবাহে নির্বাচনী এলাকার হতদরিদ্রদের কষ্ট লাঘব ও খোঁজখবর নিতে গত শনি ও রবিবার দুদিন ধরে মানুষের খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন মাশরাফীর স্ত্রী।
সুমনা হক সুমির সফরসঙ্গী জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা জানান, রবিবার মাশরাফীর স্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।
সেখান থেকে চণ্ডীবরপুর ইউনিয়নের সীমানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা এতিমখানায় তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে এতিম শিশুদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।
এরপর লোহাগড়ায় আল জামেয়াতুল ইসলামিয়া রাজুপুর মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানায় যান। সেখানে কম্বল, শীতবস্ত্র প্রদানের পাশাপাশি নগদ এক লাখ টাকা সহায়তা প্রদান করেন। এ ছাড়া দিঘলিয়া হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসা, কোটাকোল মাদ্রাসা ও এতিমখানাসহ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।
পরে তিনি কোটাকোল এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং ভাঙন প্রতিরোধে মাশরাফীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন ও শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া তিনি লোহাগড়া মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার দিনব্যাপী নড়াইল সদর উপজেলার হবখালী, শাহাবাদ, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নসহ নির্বাচনী এলাকা পরিদর্শনে যান। মাশরাফী বিপিএল এর কারণে এলাকায় আসতে না পারলেও তার স্ত্রীর সুমি সাধারণ মানুষের খোঁজখবর নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।