মাহাথিরই থাকছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী !!

গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছিলেন। কিন্তু সন্ধ্যায় তাকেই আবার মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশও জারি করেন তিনি।

এ ব্যাপারে মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, ‘রাজা মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। সুতরাং নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিযুক্ত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবেন মাহাথির।’

এদিকে দেশটির রাজনীতিতে সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর আজ পদত্যাগ করেন মাহাথির। ‘প্যাক্ট অব হোপ’ নামে আনোয়ার ইব্রাহিম যে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন; সেই জোটের ভেতরেই আনোয়ার বিরোধীরা এই নাটক মঞ্চস্থ করেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *