Internation News
মাহাথিরকে তলব করেছেন মালয় রাজা !!

সদ্য প’দত্যাগ করা মালয়েশিয়ার অ’ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তলব করেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ। তিনি ক্ষ’মতা ছেড়ে দিলে ব্যাপক রাজনৈতিক বিশৃ’ঙ্খল অবস্থার মধ্যে পড়ে যায় মালয়েশিয়া।
মাহাথির মোহাম্মাদ ও আনোয়ার ইব্রাহীম দুজনেই প্রধানমন্ত্রী হওয়ার ল’ড়াইয়ে রয়েছেন। কাকে দেশ শা’সনের দায়িত্ব দেয়া হবে কিংবা আগাম নির্বাচন দেয়া হবে কিনা; এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রাজা।
বেলা ১১টায় বৈঠকের জন্য তাকে ডেকেছেন রাজা বলে মাহাথিরের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। কিন্তু কেন ডাকা হয়েছে, তা বিস্তারিত জানাতে অ’স্বীকার করেন তিনি।ইতিমধ্যে সং’কট নি’রসনে দেশটির ২২২ এমপির সাক্ষাৎকার নিয়েছেন রাজা।