মুক্তিযোদ্ধাদের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ, পাবে ১৬ লাখ টাকার বাড়ি: মন্ত্রী !!

গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘জাতির বীর সন্তানদের সুবিধার কথা চিন্তা করে তাদেরকে মানসম্মত বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আগামী বছরের মধ্যে দেশের ১৪ হাজার মুক্তিযোদ্ধার সকলকে ১৬ লাখ টাকা ব্যয়ে বাড়ি করে দেওয়া হবে। সেই লক্ষে ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে দুই হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

আজ ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে যশোরের মণিরামপুরে তিনতলা বিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কোথায় কোথায় কাদের সাথে যুদ্ধ করেছেন। পাকসেনা ও তাদের দোসর জামায়াত কিভাবে মানুষ হত্যা করেছে, মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন এবং তাদের বাড়িঘর পুড়িয়েছে এসব বিস্তারিত পাঠ্যপুস্তকে স্থান পাবে।’

আ.ক.ম মোজাম্মেল হক আরও বলেন, ‘এছাড়া আগামী বছর থেকে বিসিএস পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযুদ্ধ ও তার পটভূমির ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। একই সাথে এলাকাভিত্তিক দেশের সড়কগুলো মুক্তিযোদ্ধারের নামে নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধারা যেন সরকারি হাসপাতালগুলোতে ব্যবস্থাপত্রের সাথে ওষুধসহ সব ধরণের সেবা পান ইতিমধ্যে তার ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিচারণ করে মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে কখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেতো না। যুদ্ধের সময় ও তার আগে বারবার কারাবরণ করেও তিনি এদেশের পক্ষে বিশ্বের সব মানুষের জনমত তৈরি করেছিলেন। ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *