মুজিববর্ষে ঢাকায় মোদির সফর ‘সফল’ করতে চায় ভারত !!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসবে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ অনুস্থানকে কেন্দ্র করে দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার মাটিতে পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংশোধিত নাগরিক আইন এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দিল্লির দা’ঙ্গার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কে যথেষ্ট মেঘ জমে জমেছে। কিন্তু সেই মেঘ কাটানোর জন্য যেকোনো মূল্যে ঢাকায় মোদির সফর ‘সফল’ করতে চায় ভারত।
এজন্য গুরুত্বপূর্ণ কোনও ঘোষণাও আসতে পারে মোদির কাছ থেকে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। আমাদের প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’