মুসলমান হওয়ায় ৩ যাত্রীকে নামিয়ে দিল আমেরিকার এয়ারলাইন্স !!

উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে বিমান থেকে তিন মুসলিম যাত্রীকে জোর করে নামিয়ে দেয়ার ঘটনায় মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইন্সকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে দেশটির পরিবহন বিভাগ।

এ সংক্রান্ত এক আদেশে তারা জানিয়েছে, বিমান থেকে তিন মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ার মাধ্যমে ডেল্টা কর্তৃপক্ষ চরম বর্ণবাদী আচরণ করেছে, এছাড়া তারা বর্ণবাদ বিরোধী আইনেরও লঙ্ঘন করেছে।

২০১৬ সালের ২৬ জুলাই প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ২২৯ থেকে সন্তানসহ এক মুসলিম দম্পতিকে জোর করে নামিয়ে দেয়া হয়। এ ঘটনা সম্পর্কে বিমানটির ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলেন, সেই দম্পত্তির স্ত্রীর মাথায় হিজাব ছিলো এবং তার স্বামী নিজের হাতে থাকা ঘড়িতে কিছু একটা করছিলেন। এছাড়াও তিনি নিজের মুঠোফোনে চ্যাট করার সময় বার বার ‘আল্লাহ’ শব্দটি লিখছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *