মুসলিমদেরকে নিয়ে টুইট করে বিপদে পড়লেন ওজিল !!
ওজিলকে নিয়ে যেন আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার মুসলিমদের পক্ষ নিয়ে টুইট করেই বিপদে পরলেন তিনি। তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনার।
আলোচিত ছিলো ওজিলের সেই টুইট টি। ওই টুইটে কী লিখেছিলেন ওজিল? ১৩ ডিসেম্বর করা সেই টুইটে ওজিল চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করে চিনের কঠোর সমালোচনা করেন। পাশাপাশি, উইঘুরে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্ব কেন এগিয়ে আসছে না, সে জন্য হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওজিল।
আর বিতর্কটা অবশ্য চীনের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠিকে নিয়ে টুইটারে একটি মন্তব্য পোস্ট করেন তিনি। সেই মন্তব্য নিয়েই এখন আগুন জ্বলে উঠছে পুরো চীন। আর্সেনালের এই সুপারস্টার লেখেন, ‘পূর্ব তুর্কিস্তানে কোরআন আগুনে জ্বালানো হচ্ছে, মসজিদে তালা দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিমদের এবং যুবকদের বন্দি করে দাসত্বের সম্মুখীন করা হচ্ছে।’
এসবের পরও এই ঘটনার প্রতিবাদে মুসলিম বিশ্বের নীরবতায় অবাক মেসুত ওজিল। উইঘুর মুসলিমদের ওপর চীনাদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘মুসলিম ঘর থেকে পুরুষদের সেনাছাউনিতে বন্দি করে রেখে প্রতিটি পরিবারের অন্তত একটি মেয়েকে জোরজবরদস্তি করে বিয়ে দেওয়া হচ্ছে একজন কমিউনিস্ট পুরুষের সঙ্গে।’