মুসলিমদের পক্ষ নেয়ায় রাজনৈতিক চাপে সৌরভ কন্যা সানা !!
সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিশেষ করে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ-প্রতিবাদের পর তাদের সাথে যোগ দিয়েছে অন্যান্য শিক্ষার্থী থেকে শুরু করে মিড়িয়ার লোকেরাও।
এদিকে এই আইনের প্রতিবাদ জানিয়ে ক্ষমতসীন বিজেপিকে কটাক্ষ করে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা। সাথে সাথেই এই পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে স্যোশাল মিডিয়া।
আর এটা যে আস্তে আস্তে ‘রাজনৈতিক’ চাপে পরিণত হচ্ছে তা বুঝতে অসুবিধা হয়নি সাবেক ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। তাই এর পরেই মাঠে নামেন তিনি।
এই ব্যাপারে এক টুইটে তিনি লেখেন, ‘এই সব বিষয় থেকে সানাকে দয়া করে দূরে রাখুন। এই পোস্টটা সত্যি নয়। রাজনীতির কিছু সম্পর্কে জানার ব্যাপারে ও খুবই ছোট।’এদিকে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওই পোস্টটি সানার নিজস্ব কোনো মন্তব্য নয়, সবটাই খুশবন্ত সিংহের লেখা থেকে উদ্ধৃত।