মুসলিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে চাকরি হারালেন সুশান্ত সিং !!

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং নাগরিকপঞ্জি (এনআরসি) প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত আবস্থা বিরাজ করছে । এদিকে দক্ষিণ দিল্লিতে গত রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ হয়। এ ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের পেটানো হয়।

ফলে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে চারদিকে। শিক্ষার্থীদের সাথে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বলিউডের অনেকেই। কিন্তু, বিতর্ক এড়াতে নীরব রয়েছেন শাহরুখ-সলমান-আমির-রণবীর-অক্ষয়-হৃত্বিকের মতো কিংবদন্তিরা।

তবে একইসময়ে শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে নজির দেখালেন ভারতের পরিচিত অভিনেতা সুশান্ত সিং। শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে হাঁটার পাশাপাশি জামিয়ার ঘটনার নিন্দা করে বক্তব্যও রাখেন তিনি। জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য কার্যত ‘চাকরি’ হারালেন টিভির পরিচিত মুখ সুশান্তকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *