মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা !!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সৌদি আরবের কিং সৌদ ইউনিভারসিটি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১ টায় মাঠে নেমেছে আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করে আর্জেন্টিনা। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে ম্যানসিটিতে খেলা সেলেসাও এই ফরোয়ার্ড গোল দিতে ব্যর্থ হন।ব্রাজিল পেনাল্টি পাওয়ার মিনিট পাঁচেক পরেই ডি-বক্সে মেসিকে ফাউল করে ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মিলিতাও। রেফারি পেনাল্টি দিলে গোল দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা লিওনের মেসি দলকে এগিয়ে দেন।

প্রসঙ্গত, সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি। তিনটিতে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে একটি ম্যাচে। বাকি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, আর্থুর মেলো, ক্যাসেমিরো, লুকাস পাকুইতা, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো এবং উইলিয়ান।

আর্জেন্টিনা একাদশ: এস্তেবান আনদ্রাদা, হুয়ান ফয়েথ, গ্যাব্রিয়েল পিজেল্লা, নিকলাস ওটামেন্ডি, নিকলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লুকা ওকাম্পোস, লিওনেল পারেদেস, জিওভানি লো সেলসো, লুকা মার্টিনেস ও লিওনেল মেসি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *