মেয়েকে উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল, এরপর যেভাবে প্রাণ গেল বাবার !!

যশোরে মেয়েকে উত্ত্যক্ত ও ব্ল্যাকমেইল করার প্রতিবাদ করায় বাবা আব্দুর রাজ্জাক (৪৫) খুন হয়েছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর উপশহরের ৬ নম্বর সেক্টরের সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী হোসেন আলীকে আটক করেছে পুলিশ। নিহত রাজ্জাক ও হত্যাকারী হোসেন দুজনই যশোর উপশহর সারথী মিল এলাকার জাফর আলী বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া।

নিহত রাজ্জাক এলাকার প্রহরির চাকরি করতেন। নিহত রাজ্জাকের মেয়ে রজনি জানায়, ‘হোসেন আমার রেকর্ডিংয়ের কথা বলে আমাকে তার কথা মতো চলতে বলে। অথচ কিসের রেকর্ডিং তাও আমি জানি না। আমি এ কথা বাড়িতে বলে দেই। এতে সে ক্ষিপ্ত হয়। আর আমার বাবা এ কথা হোসেনের কাছে জানতে গেলে আজ সকালে তর্ক-বিতর্ক হয়। এ সময় হোসেন আমার বাবার বুকে লাথি মেরে আমার বাবাকে মেরে ফেলে।’

এলাকাবাসী জানায়, মেয়েটি ভালো। তবে হোসেনের চরিত্র ভালো না। তার একাধিক স্ত্রী আছে। সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতো। নিহতের স্ত্রী সকিনা বেগম বলেন, আমার মেয়ের মালয়েশিয়া প্রবাসী মুরাদ নামে এক ছেলের সাথে বিয়ে হয়েছে। জামাইয়ের বাড়ি খাজুরার তেজরোল গ্রামে। আর ১৮ দিন পরে জামাইয়ের বিদেশ থেকে আসার কথা। হোসেন আমার মেয়েকে বিরক্ত করত। তার প্রতিবাদ করতে যেয়ে আমার স্বামীর মৃত্যু হয়েছে।

আমি স্বামী হত্যার বিচার চাই।’ এদিকে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবার হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয় ভাবে তারা জানতে পেরেছেন অডিও রেকর্ড নিয়ে বিরোধের জের ধরে আজকে গোলযোগের এক পর্যায়ে হোসেনের লাথিতে রাজ্জাকের মৃত্যু হয়। এ অভিযোগে হোসেনকে আটক করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *