মেয়েকে দেখতে দেশে আসার টিকিট কাটা বাবার, সৌদিতে বিস্ফোরণে নিহত

সৌদি আরবের আল কাসিমের বয়লার বিস্ফোরণে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সৌদি আরবের আল-কাসিম প্রদেশের একটি এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। তার সঙ্গে আরো তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মিরাজ হোসেন। তিনি বলেন, তিনি সৌদি আরবের আল কাসিমের একটি বয়লার বিস্ফোরণে শিবচরে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছেন।
সোহেলের স্বজনরা গণমাধ্যমকে জানান, সোহেলের মেয়ের সম্প্রতি জন্ম হয়েছে। সোহেলের তাকে দেখার জন্য ২৫ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল।

সোহেলের বড় ভাই আব্দুল গাফফার বলেন, “আমার ভাই যখন তার একটি মেয়ে ছিল তখন সৌদি ছিল। তার মেয়েকে দেখতে ৫ দিন পর দেশে আসার কথা ছিল। বিমানের টিকিটও কাটা হয়েছে। আমি সরকারের কাছে আমার ভাইয়ের লাশ শীঘ্রই দেশে আনার দাবি জানাচ্ছি। ‘

তিনি বলেন, সৌদি আরব থেকে। শাহ আলম নামে সোহেলের পরিচিত এক ব্যক্তি জানান, দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি। সোহেলের লাশ সেখানকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *