মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি করার সময় দুই ভাই আটক!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণমতি ব্রিজ এলাকায় মোটরসাইকেলে ছাগল চুরি করার সময় স্থানীয়রা দুই ভাইকে ধাওয়া করে আটক করে। ছাগলের মালিক থানায় মামলা করেছেন।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, শনিবার (২১ আগস্ট) দুপুরে দুই ভাইকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা মোটরসাইকেলে ছাগল চুরি করে বিক্রি করত।

গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপরতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশাররফ হোসেন পবন (৪০) এবং মীর ইকবাল হোসেন স্বপন (৩২)।

আদিতমারী থানার ওসি জানান, মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন শুক্রবার বিকেলে একটি পালসার মোটরসাইকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জে ফিরছিলেন। স্থানীয় জামিনুর রহমান আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে তার গৃহপালিত ছাগলদের ঘাস খাচ্ছিলেন।

এমন সময় দুই ভাই হঠাৎ মোটরসাইকেলে এসে একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে সেতুর পশ্চিম পাড়ের লোকজন ছাগল মালিকের চিৎকারে দুই ভাইকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সেতুপারের লোকজন তাকে মোটরসাইকেলে ধাওয়া করে এবং হাকিমের পেট্রোল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই চোরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের আটক করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *