মোদিকে বরণে প্রস্তুত হচ্ছে বরিশাল !!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালে সম্ভাব্য সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং দেশটির স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি সব বিষয় পরখ করে গেছে।

চলতি মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থ স্থান হিসেবে পরিচিত বরিশালের উজিরপুরের শিকারপুর ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন এমন প্রত্যাশায় আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগে। উপমহাদেশের ৫১টি সতী পীঠের অন্যতম শিকারপুরের সুনন্দা শক্তিপীঠ বা উগ্রতারা মন্দির, যা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে বিবেচিত।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশাল সফরের প্রস্তুতি শুরুর সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের সময়কে বলেন, ভারতীয় হাইকমিশন নরেন্দ্র মোদির বরিশাল সফরের দিনক্ষণ জানায়নি। তাদের অগ্রগামী একটি দল বরিশাল ঘুরে গেছে। আমরা অপেক্ষায় আছি ভারতের প্রধানমন্ত্রীকে বরিশালে স্বাগত জানাতে।

সম্ভাব্য সফরের জন্য বরিশালের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও মেডিক্যালসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে গত শুক্রবার সকালে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশন এবং তাদের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী এবং ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে তিনি উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার সম্ভাব্য সফরের আগাম প্রস্তুতির জন্য গত শুক্রবার সকালে আকাশপথে ভারতীয় হাইকমিশন এবং এসএসএফের দুটি দল বরিশালে আসে।

তারা উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দিরে’ যাতায়াত ব্যবস্থা, সফরকালে মেডিক্যাল সুবিধা, আবাসন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তাদের দুটি দল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উজিরপুরের ‘সুনন্দ শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা ও পুলিশ প্রশাসন এবং মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ওইদিন বিকালে তারা সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *