মোদিকে মুজিববর্ষে বাদ দেয়ার কথা চিন্তাও করা যায় না – কাদের !!

আজ দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযু’দ্ধের প্রধান সাহায্যকারী ও সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকে (নরেন্দ্র মোদি) আমরা বাদ দেবো-এটাতো চিন্তাও করা যায় না।

আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে সমসাময়িক ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও মিত্র দেশ হিসেবে ভারতে মুজিববর্ষে আমন্ত্রণ করেছি। তাদের দেশের অভ্যন্তরের কোনো বিষয়ে যে সং’ঘাত, সং’ঘর্ষ, রাজনৈতিক বি’রোধ- এটা চিন্তা করে তো আমরা তাদের আমন্ত্রণ জানাইনি।’

তিনি আরও বলেন, ‘আর তাদের অভ্যন্তরীণ সংঘাতে আমাদের এখানে কোনো বি’রোধ- প্রতিক্রিয়া হলে এ বিষয়ে আমরা ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই সমাধান করতে পারি। কিন্তু এ রকম একটা অনুষ্ঠানে সবচেয়ে বড় মিত্র দেশ ভারত এবং স্বাধীনতার যু’দ্ধে সহযোগিতাকারী প্রধান দেশ হিসেবে সে দেশের প্রতিনিধিত্বকে (নরেন্দ্র মোদি) আমরা বাদ দেবো- এটাতো চিন্তাও করা যায় না।’

এ সময় দিল্লিতে চলা দা’ঙ্গা সংক্রা’ন্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেটা আজ দিল্লিতে ঘটছে সেটা তাদের (ভারত) অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা কেন অযথা নাক গলাতে যাবো। তাদের ইন্টারনাল সমস্যার সমাধান তারাই খুঁজে নেবে।’

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *