মোদির মস্তিষ্ক করোনার চেয়েও ক্ষতিকর – আফ্রিদি !!

বেশ কয়েকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার মোদির মস্তিষ্ক করোনার চেয়ে ক্ষতিকর বলে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদির তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি। যা দুই দেশের রাজনৈতিক বিবাদ আরও বাড়াতে পারে। আফ্রিদি ছাড়াও পাকিস্তানের আরো অনেক ক্রিকেটার প্রকাশ্যে মোদির সমালোচনা করেছেন।

আফ্রিদি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই পরিকল্পনা করেছিলাম। এক ভয়ঙ্কর মহামারিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রোগ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনাভা’ইরাসের চেয়েও ক্ষতিকারক।’তিনি আরো বলেন, ‘যতদিন মোদি ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *