মোদি ক্ষমতায় থাকাকালীন ভারত-পাকিস্তানের খেলা হওয়া সম্ভব না – আফ্রিদি !!

ভারত-পাকিস্তান খেলা মানেই বিশ্বে আলোচনার ঝড়। এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্ব্বিতাকে অনেক সময় ‘দক্ষিণ এশিয়ার’ যু’দ্ধ বলেও অবহিত করা হয়। দেশ দুইটির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রীড়াতেই লক্ষ্য করা যায়। খেলায় কোন দলই পরাজয় বরণ করতে চায়না।

রাজনৈতিক কারণে এখন আর তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হয় না। শুধুমাত্র আইসিসির আসরগুলোতেই দেশ দুটির সাক্ষাৎ হয়।সম্প্রতি, ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে নতুন করে বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি বলেন, নরেন্দ্র মোদি যতদিন ভারতের ক্ষমতায় আছেন ততদিন ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে মোদিকে দায়ী করে আফ্রিদি বলেন, একজন মানুষই সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট। তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি। সবাই এখন তার মানসিকতা বুঝতে পেরেছে। তিনি ক্ষমতায় থাকাকালীন ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া আদৌ সম্ভব নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *