মোদি নিজের সন্তান থাকলে বুঝতেন , সন্তান হারানোর বেদনা কী !!

‘সন্তান হারানোর বেদনা নরেন্দ্র মোদি বোঝেনা। নিজের সন্তান থাকলে হয়তো বুঝতেন’। কাতর স্বরে কথাগুলো বলেছিলেন ৯০ বছরেরে আসমা খাতুন। গোটা দেশ যাঁকে চেনে ‘শাহিনবাগের দাদি’ নামে।

তাঁর কাঁপা গলায় যে দৃঢ়তা আছে, সেই দৃঢ়তা এবং মানসিক শক্তিকে পুঁজি করেই দিল্লির শাহিনবাগে আড়াই মাস ধরে বি’ক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার মহিলা।দেশের বিভিন্ন শহরে আরও অনেক শাহিনবাগের জন্ম হয়েছে। দিল্লির হিংসায় ব্যাথিত সেই আসমা খাতুনও। সংশোধিত নাগরিকত্ব আইন বি’রোধী বি’ক্ষো’ভকারীদের শান্তি বজায় রাখতে আহ্বান জানাচ্ছেন তিনি।

শুক্রবার কলকাতার শাহিনবাগ অর্থাৎ পার্ক সার্কাসে এসেছিলেন আসমা খাতুন। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন বি’রো’ধী বি’ক্ষো’ভকারীদের জমায়েতে তিনি বলেন, ‘আমরা বিরিয়ানির লোভে এক জায়গায় জড়ো হইনি। আমাদের এই ধরনের হিংসায় জড়িয়ে পড়া উচিত নয়। এতে আমাদের আন্দোলন দুর্বল হবে। কোনও প্রভাবই পড়বে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্তান হারানোর বেদনা বোঝেন না। হয়তো ওর নিজের সন্তান থাকলে বুঝতেন।’

অমিত শাহর সঙ্গে শাহিনবাগের বিক্ষোভকারীদের বৈঠক প্রসঙ্গে দাদি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ২০ জনকে দেখা করতে বলেছেন। কিন্তু, আমি ওকে বলতে চাই, আমরা একলক্ষ জন আছি। আপনি যেখানে বলবেন সেখানে দেখা করতে রাজি।’

শাহিনবাগের ‘দাদি’র সঙ্গে পার্ক সার্কাসের বি’ক্ষো’ভে শামিল হন গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধীও। তিনি বলেন, ‘বি’ক্ষো’ভকারীদের ঐক্যবদ্ধ থাকা উচিত। আর কোনওরকম প্ররোচনা দেওয়া উচিত নয়।’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তুষার গান্ধী বলেন, ‘আপনারা ভাগ্যবান, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী। ওরা মমতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আপনারা দয়া করে ওকে সমর্থন করুন।’

উল্লেখ্য, গত এক সপ্তাহে দিল্লিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৪৩ জন। কোথাও স্ত্রী তাঁর স্বামীকে-স্বামী তাঁর স্ত্রীকে হারিয়েছেন। কোথাও শিশু হারিয়েছেন তাঁর বাবা-মাকে। কোথাও খালি হয়েছে মায়ের কোল। সন্তান হারানোর এই বেদনা কি আদৌ শাহক বোঝে? সূত্রঃ এনডিটিভি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *