মোদি সরকাররের বিরুদ্ধে গেলেই গ্রেফতারের নির্দেশ পেলন দিল্লি পুলিশ !!
সিএএ হোক কিংবা এনআরসি, এই দুই নতুন আইনের বিপক্ষে যাওয়া সকল সন্দেহভাজন ব্যক্তিকে দেখা মাত্রই আটকের বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে। এই দুই নতুন সংশোধনী আইন বিরোধী আন্দোলনকারীদের নিয়ন্ত্রন করতেই এই বিশেষ ক্ষমতা মঞ্জুর করেন রাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।
এক ভারতীয় সূত্র থেকে জানা যায়, লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদনের পর গত ১০ জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দিল্লি পুলিশের হাতে এই বিশেষ ক্ষমতা থাকবে।
এদিকে ভারতে বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও যোগসূত্র নেই বলে দিল্লি পুলিশ দাবি করেছে। তদের মতে, “রুটিন মাফিক এই নির্দেশিকা জারি হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও যোগসূত্র নেই ।”