যত দিন করোনা থাকবে তত দিন এই মৃ’তদেহের গোসল করাবেন রোজিনা !!

করোনার এই ম’হামারীতে সংক্রমনের শঙ্কায় মৃ’তের দাফনে নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। ঘণ্টার পর ঘণ্টা লা’শ পড়ে থাকছে বাড়িতে ও সড়কের সামনে। বিষয়গুলো নাড়া দেয় নারী জনপ্রতিনিধি ইউপি সদস্য রোজিনা আক্তারকে। এমন অবস্থায় মৃ’তের দাফনে এগিয়ে আসেন তিনি। করোনাকালে ছয় মৃ’ত নারীর গোসল করিয়েছেন নিজ হাতে। ব্যবস্থা করেছেন জানাজাও। করোনা সংক্রমনের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনা রোগীর দাফনে এগিয়ে গেছেন তিনি।

আগে কখনো লা’শ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মরীতি। যত দিন করোনা থাকবে, তত দিন মৃ’তদেহের গোসল করানোর কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। ইউপি সদস্য রোজিনা আক্তার বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। মা, দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে আমাদের সংসার। প্রথমে আমি আমার দুই ছেলের সঙ্গে কথা বলি, তাদের বুঝাই এবং তাদের উৎসাহের আমি এ কাজে নিয়োজিত হই। এ কাজে ভয় আছে কিন্তু এই ম’হামারির সময় আমি বসে থাকতে পারি না। আমি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। এখন এলাকাবাসীও আমাকে উৎসাহ দেয়।’

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদের সকলকে সরকারি নির্দেশনা মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি সকল জনপ্রতিনিধিদের বলবো, আপনারা নিজ নিজ স্থান থেকে মানুষের পাশে দাঁড়ান।’

উল্লেখ্য, নারায়নগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬২৭ জন, সদর উপজেলায় ৩৬৬ জন, বন্দর উপজেলায় ২৬ জন, আড়াইহাজারে ২৮ জন, সোনারগাঁয়ে ৩৩ জন ও রূপগঞ্জে ১৬ জন। এরই মধ্যে সিটি করপোরেশন এলাকায় মারা গেছে ৩৭ জন, সদরে ১১ জন, বন্দরে একজন , রূপগঞ্জে একজন ও সোনারগাঁয়ে দুজন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৮ জন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *