যদি মনুষত্ব থাকে তাহলে নুরদের পাশে দাঁড়ান: আসিফ নজরুল !!
সাম্প্রতিক সময়ের অনেক বিষয় নিয়েই নিজের মতামত ব্যাক্ত করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তাই এবার ডাকসু ভবনে লাইট নিভিয়ে ভিপি নুরদের ওপর হা’মলার ঘটনারও সমালোচনা করতে ছাড় দেননি এই অধ্যাপক।
হা’মলার ঘটনার প্রতিবাদ করে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ঢাবি অধ্যাপক।আসিফ নজরুল বলেন, ‘এ সাহসী বিপন্ন তরুণদের পাশে দাঁড়ান। যদি আপনার তারুণ্য থাকে, থাকে দেশপ্রেম, মনুষত্ব।’
উল্লেখ্য , এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ৪৩ জনের নামে মামলা করেছে। ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
সূত্রঃঃ বিডি২৪ রিপোর্ট