যদি সাক্ষ্য দেন তাহলে পরিণতি রিফাত শরীফের মতো হবেঃ মিন্নির হু’মকি !!

বরগুনার রিফাত শরীফ হ’ত্যা’ মামলার দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নি হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাই মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিফাত হ’ত্যা’ মা’ম’লার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু।

বুধবার (৮ জানুয়ারি) রিফাত হ’ত্যা’ মা’ম’লার প্রথম সাক্ষীর দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়। এদিন একই আদালতে এ মামলার প্রথম সাক্ষ্য দেন নি’হ’ত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু অভিযোগ করেন, গত ৪ জানুয়ারি বিকেলে রিফাত শরীফ হ’ত্’ মামলার সাক্ষী জাকারিয়া বাবু এবং হারুন মৃধার বাড়িতে গিয়ে মিন্নিসহ আরও পাঁচজন তাদের সাক্ষী না দেয়ার জন্য হু’মকি দেন। এ সময় মি’ন্নি তাদের বলেন, যদি তারা সাক্ষী দেয় তাহলে তাদের পরিণতিও রিফাত শরীফের মতো হবে।

তাই সাক্ষীদের নিরাপত্তা এবং ভয়ভীতি দূর করার জন্য মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মি’ন্নির জামিন বাতিলের বিষয়ে আদালত আদেশ দেবেন বলেও জানান তিনি। এদিকে মি’ন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, যে অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে, তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং এ অভিযোগ বিশ্বাসযোগ্যও নয়।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *