যশোরের এবার বিজিবির হাতে বিএসএফ আটক !!

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ’র সদস্য শ্রী চৈতন্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

এই বিষয়ে ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদরা মিজানুর রহমান জানান, বাংলাদেশে সীমান্তবর্তী বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌঁড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য। এক পযার্য়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ছুটে আসে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য।

এর আগে রাজশাহীর পদ্মা নদীর বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছিল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *